করোনা প্রাদুর্ভাবের মধ্যে সারাদেশের নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানিতে সোমবার (১৯ এপ্রিল) মোট তিন হাজার ১৩৮টি জামিন আবেদন নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে এক হাজার ৬৩৫ জন হাজতি জামিন পেয়েছেন।
সোমবার রাতে সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতীব জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি শুরু হয়েছে। সেটি অব্যাহতভাবে চলছে।
তারই ধারাবাহিকতায় আজ ১৯ এপ্রিল সারাদেশের অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৩ হাজার ১৩৮টি জামিন আবেদন নিষ্পত্তি হয় এবং তার মধ্যে ১ হাজার ৬৩৫ জন হাজতি জামিন পেয়েছেন।
এফএইচ/এমআরআর/এমএস