খেলতে গিয়ে খালের পানিতে ডুবে শামিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ এপ্রিল) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহত শামিম জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নের গারুহাড়া গ্রামের দিনমজুর আশরাফের ছেলে।
স্থানীয়রা জানান, শামিম বাড়িতে খেলছিল। খেলার একপর্যায়ে সে বাড়ির বাইরে যায়। এ সময় সবার অজান্তেই বাড়ির পাশে নুরানি মাদরাসা সংলগ্ন একটি খালে পড়ে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে কোথাও তাকে পায় না। পরে বাড়ির পাশে নুরানি মাদরাসা সংলগ্ন ওই খালটি থেকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য ভোলা মিয়া জানান, বাড়ির পাশে মাদরাসা সংলগ্ন খালটি বৃষ্টির পানি দ্বারা পূর্ণ হয়েছিল।
মাসুদ রানা/জেডএইচ/