হবিগঞ্জে অপহরণের ১৬ দিন পর স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ এপ্রিল) সদর উপজেলার পইল ইউনিয়নের চানপুর গ্রাম থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় একই ইউনিয়নের দাঁড়িগাও গ্রামের মুদ্দত আলীর ছেলে বাবলু মিয়াকে (১৮) গ্রেফতার করে। পরে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ জনায়, স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় বাহুবল মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী। পরে নিখোঁজের মা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দাঁড়িগাও গ্রাম থেকে অপহরণকারী বাবলু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া স্বীকারোক্তি মতে একই ইউনিয়নের চাঁনপুর গ্রামের ছালেক মহরীর বাড়ি থেকে অপহৃতকে উদ্ধার করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, অভিযুক্তকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জেআইএম