দেশজুড়ে

পাঁচ এতিমখানায় ইফতার দিলেন হবিগঞ্জ পুলিশ সুপার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এতিমখানার ছাত্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ।

রোববার (২ মে) বিকেলে উপজেলার পাঁচটি এতিমখানার ছাত্রদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার (দক্ষিণ সার্কেল) মাহমুদা আক্তার শিমুল, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অজয় চন্দ্র দেব, ওসি তদন্ত মোশারফ হোসেন, এসআই মফিদুল ইসলাম ও এসআই এম জসিম উদ্দিন।

শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর দারুদ সুন্নাহ এতিমখানা, পূর্ব বাগুনীপাড়া মাদ্রাসাতুল মদীনা এতিমখানা, সুদিয়াখলা তানজীমুল কোরআন এতিমখানা, দাউদনগর জামেয়া ইসলামীয়া এতিখানা ও সুরাবই এতিমখানার ১২২জন এতিম ছাত্রদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

কামরুজ্জামান আল রিয়াদ/এসজে/জেআইএম