করোনা পরিস্থিতিতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অসহায় ৩০০ পরিবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার বিতরণ করা হয়েছে।
রোববার (২ মে) দুপুরে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন।
এ সময় ইউএনও বলেন, ‘হাতিয়া দ্বীপের দুই হাজার অসচ্ছল, অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রধানমন্ত্রী সহায়তা পাঠিয়েছেন। প্রথমে পৌরসভার ৩০০ ও পরে ইউনিয়নে আরও এক হাজার ৭০০ পরিবারে এসব সামগ্রী বিতরণ করা হবে।
তিনি আরও বলেন, ‘ভিজিএফের আওতায় হাতিয়ায় ২৯ হাজার ৫১১ জনের প্রত্যেককে ৪৫০ টাকা করে এবং জিআর প্রকল্পের মাধ্যমে প্রত্যেক ইউনিয়নে ছয় হাজার জনকে ৫০০ টাকা করে দেয়া হবে।’
এসময় হাতিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বক্কার ছিদ্দিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসজে/জেআইএম