পশ্চিম সুন্দরবনের অভয়অরণ্য এলাকায় খালে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করেছে বনবিভাগ।
রোববার (২ মে) রাতে সুন্দরবনের তেরকাঠি খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে বিষ প্রয়োগ করে আহরণ করা বিভিন্ন প্রজাতির মাছ, জাল ও নৌকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সরদার পাড়া এলাকার রাশেদুলের ছেলে ইসমাইল (২৫) ও ইসরাফিল (২২) এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামের হাকিম গাজীর ছেলে হোসাইন আহমেদ (সুমন)।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এস ও) সুলতান আহমেদ জানান, আটকদের বিরুদ্ধে বনঅঞ্চলের জলাভূমিতে কীটনাশক প্রয়োগের অভিযোগে ৫৭/বিজি ২০২০-২১মূলে মামলা করে সোমবার (৩ মে) সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।
আহসানুর রহমান রাজীব/এএইচ/এমকেএইচ