দেশজুড়ে

মাদকের ৮ মামলার আসামি গিট্টু সহযোগীসহ গ্রেফতার

নোয়াখালীর চাটখিলে ইয়াবাসহ আট মাদক মামলার আসামি গিট্টু আমিন ও তার সহযোগী আবুল হোসেন রূমেলকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, সোমবার রাতে চাটখিল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবাসহ গিট্টু আমিন ও ৯৯ পিস ইয়াবাসহ রুমেলকে গ্রেফতার করা হয়।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃত গিট্টু আমিন ও তার সহযোগীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গিট্টু আমিনের নামে এর আগে চাটখিল থানায় আটটি মাদক মামলা রয়েছে।

এসজে/এমএস