রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ীর পৃথক দু’টি স্থানে ৯০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সভাপতি কামরুল হাসান রিপন।
শনিবার (৮ মে) বিকেল ৩টায় ৬৪ নম্বর ওয়ার্ডের দরবার শরীফ রোডে এবং বিকেল সাড়ে ৪টায় ৬৬ নম্বর ওয়ার্ড সারুলিয়া বাজারে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় কামরুল হাসান রিপন বলেন, ইতোমধ্যে আমরা পর্যায়ক্রমে প্রায় পাঁচ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছি। রমজানের বাকি দিনগুলোতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএমএ/এএএইচ