দেশজুড়ে

রাস্তা পার হওয়ার সময় মোটরভ্যানের ধাক্কায় প্রাণ হারাল শিশু

সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মারিয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে।

রোববার (৯ মে) সকাল ৮টা উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের জলিল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারিয়া একই এলাকার মো. হাবিবুল্লার মেয়ে।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরভ্যান তাকে চাপা দেয়। পরে আহত অবস্থায় দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কতব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহসানুর রহমান রাজীব/এসএমএম/জিকেএস