নওগাঁয় ঝড় ও শিলাবৃষ্টিতে ঘড়বাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার (১০ মে) রাতে জেলার মান্দা ও মহাদেবপুর উপজেলার ওপর দিয়ে এ কালবৈশাখী বয়ে যায়।
মঙ্গলবার (১১ মে) বিকেল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছে জেলায়।
কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, জেলার মান্দা উপজেলায় পাট ১৩৮ হেক্টর, তিল ৩০ হেক্টর, নিয়াতপুরে বোরো ধান ১১০ হেক্টর ও মহাদেবপুরের বোরো ধান ১০ হেক্টর, পাট পাঁচ হেক্টর ও মচির পাঁচ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে।
মান্দার ভোলাবাজার, রাইপুর, মৈনম ইউনিয়ন ও মহাদেবপুরের উত্তরগ্রাম, শ্রীরামপুরসহ প্রায় অর্ধশতাধিক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়।
মান্দার মৈনম ইউনিয়নের বৌদ্ধপুর মোল্লাপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত তাইজুল ইসলাম বলেন, সোমবার রাত ১টায় প্রচণ্ড বেগে ঝড় আসে। এসময় আমার দুইটি ঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। রাত থেকেই স্ত্রী ও সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছি। এতে প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে।
নওগাঁ জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা কামরুল আহসান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য তাৎক্ষণিকভাবে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তাদের টিন ও টাকা দেয়া হবে।
নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. সামশুল ওয়াদুদ বলেন, ঝড়ে জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাটের ১৪৩ হেক্টর, তিলের ৩০ হেক্টর, বোরো ধানের ১২০ হেক্টর ও মরিচের পাঁচ হেক্টর জমি। ইতোমধ্যেই ক্ষতির প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে ও ঢাকায় পাঠানো হয়েছে।
আব্বাস আলী/এসএমএম/এমএস