দেশজুড়ে

হবিগঞ্জে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বৃদ্ধের

হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রতিপক্ষের ফিকলের (দেশীয় অস্ত্র) আঘাতে কালু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারী যুবক জহির মিয়াকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত কালু মিয়ার বাড়ি উপজেলার পুরান পাথারিয়া গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার দুপুরে খলায় (ধান শুকানোর মাঠ) ধান শুকানো নিয়ে কালু মিয়ার সঙ্গে জহির মিয়া ও তার মায়ের ঝগড়া হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে ফিকল দিয়ে কালুর বুকে আঘাত করেন জহির। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে উদ্ধার সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে পাথারিয়া গ্রাম থেকে হামলাকারী জহির মিয়াকে আটক করা হয়েছে। হামলায় ব্যবহৃত ফিকলটিও উদ্ধার করা হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএসএইচ