দেশজুড়ে

ক্যাম্পে নিজ দোকানে রোহিঙ্গা ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়া লম্বাশিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের ভেতরে নিজ দোকানে মোহাম্মদ শওকত হোসেন (৪৫) নামে এক রোহিঙ্গা ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেল ৫ টার দিকে উখিয়া লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ওয়েস্ট-২ ডি ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত শওকত ওয়েস্ট-২ ডি ব্লকের বাসিন্দা আশরাফ আলীর ছেলে এবং ওই ক্যাম্পে দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসা করে আসছিলেন।

রাজাপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) কুতুপালং এলাকার সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্যাম্পের রোহিঙ্গাদের বরাত দিয়ে বলেন, ২৯ রমজান শওকতের দোকানে রোহিঙ্গা কিছু যুবক কেনাকাটা করতে যান। সেসময় দোকানের কর্মী ও ক্রেতাদের মাঝে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরেই হয়তো শওকত হত্যার শিকার হয়ে থাকতে পারেন।

কক্সবাজার-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার মো. নাঈমুল হক দাবি করেন, রোহিঙ্গা ক্যাম্পের ডাকাত দলের গুলিতে শওকত মারা যান।

এপিবিএন-১৪ এর অধিনায়ক নাঈমুল হক বলেন, স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় শওকতকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পে আইওএম পরিচালিত চিকিৎসাকেন্দ্রে নেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।

সায়ীদ আলমগীর/এমএইচআর