বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১৭তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক কুমার সাঙ্গাকারা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ২টায়।এর আগে বন্দর নগরী চট্টগ্রামে এসে দুই দলই একটি করে ম্যাচ খেলে পরাজয়ের স্বাদ পেয়েছে। পাঁচ ম্যাচে তিনটি করে জয় নিয়ে উভয় দলেরই সমান ৬ পয়েন্ট। তবে রান রেট বিবেচনায় তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাই এই ম্যাচ জিতে উভয় দলই চাইছে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে।ঢাকা ডায়নামাইটস :কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, সৈকত আলী, ফরহাদ রেজা, সাদমান হোসেন, আবুল হাসান, ম্যালকম ওয়ালার, রায়ান টেন ডায়েসকেট, ইয়াসির শাহ।কুমিল্লা ভিক্টোরিয়ান্স : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, শুভাগত হোম, ডলার মাহমুদ, অলক কাপালি, আবু হায়দার, শোয়েব মালিক, আহমেদ শেহজাদ, নুয়ান কুলাসেকেরা, আশহার জাইদি।আরটি/এমআর/পিআর