দেশজুড়ে

বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ, মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ হাজীপাড়ায় অভিযান চালিয়ে ২৪টি গাঁজার চারাসহ মোস্তাক আহমদ (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এবং সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেসন্স) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বুধবার (১৯ মে) রাত ৮ টার দিকে দক্ষিণ হাজীপাড়ায় আবুল কালাম কোম্পানির বিল্ডিং এর কাছে মোস্তাক আহমদের বসত ভিটায় এ অভিযান চালানো হয়।

আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মোস্তাকের বাগানে গাঁজা চাষ ও গাঁজা বেচা-কেনার খবর পেয়ে র‍্যাব-১৫ এর একটি টিম ঘটনাস্থলে যায়। র‍্যাব সদস্যরা ধাওয়া করে মাদককারবারীকে আটক করেন। পরে তার কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে মোস্তাক আহমদের বাড়ির আঙ্গিনায় গাঁজা ক্ষেত থেকে ২৪ টি গাঁজার চারা উপড়ে ফেলা হয়। তিনি আরও জানান, গ্রেফতার মোস্তাকের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে উপড়ে ফেলা গাঁজা গাছের চারা, শুকনো গাঁজাসহ কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। মোস্তাক আহমদ দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করে আসছেন।

সায়ীদ আলমগীর/এসজে/এমকেএইচ