দেশজুড়ে

অবহেলায় নবজাতকের মৃত্যু, সেবার মানোন্নয়নের শর্তে দায়ীদের ক্ষমা

সেবার মানোন্নয়নের শর্তে চিকিৎসকদের অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের ক্ষমা করে দিয়েছেন বাবা নাজমুল হাসান নাঈম।

শুক্রবার (২১ মে) রাতে মাইজদী উডল্যান্ড প্রাইভেট হাসপাতালে সভাকক্ষে বৈঠকে এমন মহানুভবতা দেখান তিনি।

নাজমুল হাসান নাঈম জাগো নিউজকে বলেন, আমার চেয়ে বেশি শোকাহত আমার স্ত্রী সুবর্ণা। তার অনুরোধে দায়ীদের ক্ষমা করে দিয়েছি। আমরা চাই না আর কেউ ক্ষতির শিকার হোক তবে শর্ত হচ্ছে ভবিষ্যতে এখানে চিকিৎসা নিতে আসা কোনো রোগীকে কর্তৃপক্ষ অবহেলা করবে না এবং সেবার মান আরও বৃদ্ধি করতে হবে।

বৈঠকে নাজমুল হাসান নাঈম ছাড়াও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, নোয়াখালী প্রাইভেট হাসপাতাল অ্যাসোসিয়েশনের নেতা গৌতম ভট্টসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ মে) রাত ৯টায় উডল্যান্ড প্রাইভেট হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ করেন স্বজনরা। এ নিয়ে হামলা ও ভাঙচুরসহ উত্তেজনা দেখা দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আরএইচ/এমকেএইচ