দেশজুড়ে

মুন্সিগঞ্জে ১৫ লাখ চিংড়ির রেণু জব্দের পর পদ্মায় অবমুক্ত

মুন্সিগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ১৫ লাখ গলদা চিংড়ির রেণু জব্দের পর পদ্মায় অবমুক্ত করেছে মাওয়া কোস্টগার্ড।

রোববার (২৩ মে) সকাল ১০টার দিকে উপজেলার কান্দিপাড়া এলাকা সংলগ্ন নদীতে এসব চিংড়ি অবমুক্ত করা হয়।

এর আগে শনিবার (২২মে) দিবাগত মধ্যরাতে শিমুলিয়া ২ নম্বর ফেরিঘাট এলাকায় দুটি মিনিট্রাক থেকে চিংড়ির এসব রেণু জব্দ ও এ কাজে জড়িত পাঁচ ব্যবসায়ীকে আটক করে কোস্টগার্ড পদ্মা সেতু কম্পোজিট স্টেশন।

আটকরা হলেন-রিয়াজ (৪০), জাহিদ (৫৫), মুরাদ উদ্দিন (৪৫), জহির এবং (৫) আবিদ (৪০)।

রোববার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এতথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে শিমুলিয়া ঘাটে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনকভাবে দুটি মিনিট্রাকে তল্লাশি চালানো হয়। এসময় ৭৫টি ছোট-বড় ড্রামে থাকা ১৫ লাখ পিস গলদা রেণু জব্দ ও পাঁচ ব্যবসায়ীকে আটক করা হয়।

পরে জব্দ মিনিট্রাক ও আটকদের উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। রেণুগুলো পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

আরাফাত রায়হান সাকিব/এসআর/এমকেএইচ