মোহামেডানের অস্ট্রেলিয়ান কোচ সিন লেন ছুটিয়ে কাটিয়ে ঢাকায় ফিরেছেন গত শুক্রবার। এর ছয়দিনের মাথায় শিষ্যদের নিয়ে নেমে পড়েছেন অনুশীলনে।
লকডাউনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরুর অনিশ্চয়তায় ১৪ এপ্রিল ছুটিতে গিয়েছিলেন কোচ। গত ২১ মে ঢাকায় ফিরে স্বাস্থ্যবিধির ধাপগুলো পার করে মাঠে নেমে পড়েছেন।
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক ও ফুটবল দলের প্রধান আবু হাসান চৌধুরী প্রিন্স জানিয়েছেন, ‘২১ মে কোচ আসার পর ২৪ মে বিকেলে খেলোয়াড়রা ক্যাম্পে রিপোর্ট করে। দলের সবার করোনা পরীক্ষা করানোর পর অনুশীলন শুরু হয়েছে। দলের সবার করোনা পরীক্ষার ফলই নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে প্রস্তুতি।’
সকালে ইউনাইটেড ইউনিভার্সিটির মাঠে এবং বিকেলে ক্লাব প্রাঙ্গনে অনুশীলন করান সিন লেন। এক কথায় অস্ট্রেলিয়ান কোচ নতুন এক মোহামেডানের প্রস্তুতিই শুরু করলেন। কারণ সাদা-কালোরা বেশ ফুরফুরে মেজাজে আছে দ্বিতীয় পর্বের প্রথম তিন ম্যাচ জিতে।
সহকারী কোচ আলফাজ আহমেদের অধীনে মোহামেডান তিন ম্যাচে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ, শেখ রাসেল ক্রীড়া চক্র ও সাইফ স্পোর্টিং ক্লাবকে। লিগের ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে সাদা-কালোরা।
আরআই/এসএএস/জেআইএম