মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে উপজেলার যশলং ইউনিয়নের নয়না গ্রামের কনের বাড়িতে লোক পাঠিয়ে বিয়েটি বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন।
স্থানীয়রা জানান, ওই গ্রামের হাজি আবদুল গণি আবদুল করিম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীর সঙ্গে পাশের লৌহজং উপজেলার এক ছেলের বিয়ে ঠিক করেন স্বজনরা। বৃহস্পতিবার দুপুরে ছাত্রীর বাড়িতে প্যান্ডেল সাজিয়ে রান্নাবান্নাসহ বিয়ের সব আয়োজন শেষ হয়। বিকালে বরসহ যাত্রীরাও এসে উপস্থিত হন কনের বাড়িতে। এ সময় উপজেলা প্রশাসনের লোকজন উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। পরে ছাত্রীর বাবা-মায়ের কাছ থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেয়া হয়।
এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভীন বলেন, খবর পেয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। আঠারো বছরের আগে মেয়েকে বিয়ে দেয়া যাবেনা মর্মে মুচলেকা নেয়া হয়েছে।
আরাফাত রায়হান সাকিব/আরএইচ/জিকেএস