বগুড়ায় চলন্ত বাস থামিয়ে জামিন নিয়ে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে কুপিায়েছে দুর্বৃত্তরা। পরে তাদের বগুড়া জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যায় বগুড়ার স্টেশন রোডে জামিল নগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক তারেক হোসেন (৩৩) ও তার ছোট ভাই ১নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন (২৮)। তারা নন্দীগ্রাম উপজেলার ভুস্কুর ইসলামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। মারামারির মামলায় তারা আদালত থেকে জামিন নিয়ে বাস যোগে বাড়ি ফিরছিলেন।
শুক্রবার (২৮ মে) দুপুরে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতালে চিকিৎসাধীন তারেক হোসেন জানান, জামিন নিয়ে দুই ভাই বাড়ি ফেরার উদ্দেশ্যে হাটকড়ইগামী (ঢাকা মেট্রো-জ-১১-২৬২৭) এস এস খান পরিবহনের একটি লোকাল বাসে ওঠেন। বাসটি এক কিলোমিটার যাওয়ার পর জামিলনগরের জানেসাবা হাউজিংয়ের সামনে পৌঁছালে ১০-১৫ জন বাসটি থামায়। এরপর তারা বাসে উঠে চালকের কাছ থেকে চাবি কেড়ে নেয়। এসময় অন্য যাত্রীদের সামনে দুর্বৃত্তরা আমাদের উপুর্যপরী ছুরিকাঘাত করে। পরে যাওয়ার সময় চালককে বাসের চাবি দিয়ে যায়। তারা চলে গেলে চালক বাসটি জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আমাদের ভর্তি করে।
তারেক হোসেন আরও জানান, তার ছোট ভাইয়ের বাম হাতের একটি আঙুল কেটে ফেলতে হবে বলে চিকিৎসক জানিয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনায় জড়িতরা নন্দীগ্রাম থানা এলাকার। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
এএইচ/এএসএম