গাইবান্ধার সাদুল্লাপুরে একই স্থানে একই সময়ে আওয়ামী লীগের দুই গ্রুপ সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৩০ মে) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলা শহরে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে শনিবার (২৯ মে) রাত থেকে শহরে মাইকিং করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, রোববার (৩০ মে) সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জরুরি সভা আহ্বান করেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. জাকারিয়া খন্দকার। ওই স্থান ও সময়ে পৃথক সভা আহ্বান করেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খান বিপ্লব। এ অবস্থায় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় উপজেলা শহরে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নবী নেওয়াজ ১৪৪ ধারা জারির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
জাহিদ খন্দকার/এসআর/জিকেএস