ফেনীতে জুয়া খেলারত অবস্থায় ১৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় জুয়া খেলার কাজে ব্যবহৃত ছয় সেট তাস, ১৪টি মোবাইল ও ২০ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩ জুন) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন, উত্তর সহদেবপুরের মো. হারুনের ছেলে মো. পারভেজ চৌধুরী (২৭), বলরামের ছেলে আশিষ নাগ (৩০), রুবেলের ছেলে মো. হৃদয় (২০), নারায়ণ মজুমদারের ছেলে শুভ মজুমদার (২৯), সোনাগাজীর মো. সুমন (২৮), নাঙ্গলকোটের হারুনর রশিদ (৫৫), মো. মামুন (৩৫), গাইবান্ধার মো. নূরুজ্জামান (৩২), বাগেরহাটের মো. বিল্লাল (৪০), মাস্টারপাড়া এনায়েত হাজারীর বাড়ির আবুল কাশেমের ছেলে মো. সোহেল রানা (২৪), গাইবান্ধার মো. মমিনুল ইসলাম (২৫), নোয়াখালী কোম্পানীগঞ্জের মো. জসিম (৩৭), নোয়াখালী কবিরহাটের নকুল চন্দ্র দাসের ছেলে কৃষ্ণ চন্দ্র দাস (৩৮), কালিদহের গোহাডুয়া গ্রামের সন্তোষ চন্দ্র দাসের ছেলে সমির দাস (৩৬) ও সুলতানপুর গ্রামের মনোরঞ্জন মালাকারের ছেলে সুমন মালাকার (২৮)।
র্যাব জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১০টায় শহরের উত্তর সহদেবপুর এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় সোবাহান উকিল সড়কের মোশারফের কলোনি টিনসেড ঘরের ভেতরে জুয়া খেলারত অবস্থায় ১৫ জনকে গ্রেফতার করা হয়।
ফেনীস্থ র্যাব-৭ এর ক্যাম্প অধিনায়ক মো. মাহফুজুর রহমান বলেন, আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, র্যাবের হাতে আটকদের বিরুদ্ধে মামলার পর ১৫ ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসএমএম/জিকেএস