ফেলিসিতাস ফ্লোরেস কি ভেবেছিলেন, এভাবে তার স্বপ্নটা সত্যি হবে! বিশ্ব ফুটবলের সেরা তারকা লিওনেল মেসিকে উৎসর্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও আপলোড করেছিলেন আট বছর বয়সী ছোট্ট ফ্লোরেস।
যে ভিডিওতে নিজের ফুটবল স্কিল দেখান ওই বালিকা। ভিডিওটি মন কেড়েছে খোদ লিও মেসির! আর্জেন্টাইন খুদেরাজ নিজেই সেই ভিডিওর রিপ্লাই দিয়েছেন।
মেসির এখন সব মনোযোগ এক কোপা আমেরিকা ঘিরে। তাই বলে কি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছেন বার্সা সুপারস্টার? মোটেই না।
View this post on InstagramA post shared by Felicitas Flores Mussi (@felicitasflores100)
আর্জেন্টিনার ছোট্ট বালিকা ফ্লোরেস সামাজিক যোগাযোগমাধ্যমে তার ফুটবল স্কিলের ভিডিওটি পোস্ট করে লিখেছিলেন, ‘এটা আমার আইডল লিওনেল মেসির জন্য। আমি এই ভিডিওটা তার প্রতি ভালোবাসায় উৎসর্গ করলাম।’
মেসি সেই ভিডিও মনোযোগ দিয়ে দেখেছেন। তারপর রিপ্লাই দিয়েছেন, ‘তোমার এই অধ্যবসায়ের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি ভিডিওটি দেখেছি। তুমি আসলেই জিনিয়াস।’
এমএমআর/এএসএম