দেশজুড়ে

এক ঘণ্টার আগুনে ছাই টঙ্গীর ৩টি তুলার গুদাম

গাজীপুরের টঙ্গীতে তিনটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদাম তিনটির সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (৪ জুন) বিকেলে টঙ্গীর মিলগেট অলিম্পিয়া মার্কেটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইকবাল হোসেন জানান, বিকেলে অলিম্পিয়া মার্কেটের হাজী খোকনের তুলার গুদামে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আরও দুটি গুদামে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মো. আমিনুল ইসলাম/এসএস