শরীয়তপুরের জাজিরা উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে দুজন কৃষক নিহত হয়েছেন।
শনিবার (৫ জুন) দুপুরে উপজেলার জয়সাগর ও ডাক্তার মফিজ রাড়ির কান্দি গ্রামে ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মূলনা ইউনিয়নের জয়সাগর গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম খলিফা (৬২)। পালেরচর ইউনিয়নে ডাক্তার মফিজ রাড়ির কান্দি গ্রামের বাসিন্দা মালেক পেদা (৪২)।
স্থানীয় বাসিন্দারা জানান, নিহত দুজন কৃষক। দুপুর পৌনে ২টার দিকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। তখন জমিতে কাজ ফেলে বাড়ির দিকে যাওয়ার সময় বজ্রপাতে তাজুল ও মালেক মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান বলেন, ‘দুপুরে বজ্রপাতে আঘাতপ্রাপ্ত দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাদের দুজনকে মৃত্যু অবস্থায় আনা হয়েছিল।’
মো. ছগির হোসেন/এসজে/এমকেএইচ