বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের ধাক্কায় ফণীন্দ্র নাথ চন্দ্র দাস (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (১৪ জুন) বিকেলে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফণীন্দ্র নাথ চন্দ্র দাস জেলার ধুনট উপজেলার বিলকাজলী গ্রামের হরি কান্তদাসের ছেলে।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, রোববার (১৩জুন) সকালের দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার সেরুয়া বটতলা বাজার ঢাকাগামী দ্রুতগতির একটি মালবাহী ট্রাকের ধাক্কায় ফণীন্দ্র নাথ দাস গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে বগুড়ায় শজিমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
আরএইচ/এএসএম