বগুড়ার কাহালুতে বাড়ির আঙিনা থেকে পাঁচটি গাঁজার গাছসহ হানিফ মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ জুন) ভোরে উপজেলার জামগ্রাম ইউনিয়নের পানাই গ্রাম থেকে তাকে আটক করা হয়। হানিফ মিয়া ওই এলাকার আব্দুল জোব্বারের ছেলে।
বগুড়ার কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমবার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় বাড়ির আঙিনায় লাগানো পাঁচটি গাঁজার গাছসহ হানিফ মিয়াকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আরএইচ/এমএস