আইন-আদালত

তরিকুলের আগাম জামিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। যশোরে নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা মামলার শুনানি শেষে রোববার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে তরিকুল ইসলাম আদালতে হাজির হয়ে অসুস্থতার কারণ দেখিয়ে আগাম জামিনের আবেদন করনে। পরে  আদালত  চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।  জামিন আবেদনের শুনানিতে আদালতে তরিকুলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। অপরদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান কবির।উল্লেখ্য, যশোরের কোতোয়ালি থানায় নাশকতার অভিযোগে তরিকুল ইসলামের বিরুদ্ধে ৫ অক্টোবর এ মামলা দায়ের করা হয়।এফএইচ/এএইচ/আরআইপি