চাঁপাইনবাবগঞ্জের বাবুডাইংয়ে লোকমান হোসেন (৬১) নামের এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৭) সকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবুডাইং এলাকার চটিগ্রামে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত লোকমান হোসেন সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কাজিপাড়া গ্রামের মৃত তৈমুর রহমানের ছেলে। তিনি চটিগ্রামের একটি গভীর নলকূপের নিরাপত্তা প্রহরী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুডাইং এলাকার চটিগ্রামের সরকারের বাথান বাড়ির পার্শ্ববর্তী পুুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরিবারের সদস্যরা মরদেহটি লোকমান হোসনের বলে শনাক্ত করেন। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) মাহফুজুর রহমান চৌধুরী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
সোহান মাহমুদ/এসআর/এমকেএইচ