কুড়িগ্রামের উলিপুরে আনসার আল ইসলামের দুই সদস্যকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (২৯ জুন) মধ্যরাতে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।
এদের একজনের নাম মিনহাজুল ইসলাম (২১) ও অপরজন আব্দুল কাদের সালমান। তারা আনসার আল ইসলাম নামে একটি সংগঠনের সঙ্গে জড়িত।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতেও অভিযান চালিয়ে উপজেলার নারিকেল বাড়ি গ্রাম থেকে মিনহাজুল ইসলামকে ও উলিপুর থেকে আব্দুল কাদের সালমানকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে আনসার আল ইসলাম নামক সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
র্যাব-১৩ এর মিডিয়া কর্মকর্তা মাহমুদ দুই যুবককে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
মো. মাসুদ রানা/আরএইচ/জেআইএম