দেশজুড়ে

কুড়িগ্রামে আনসার আল ইসলামের দুই সদস্য আটক

কুড়িগ্রামের উলিপুরে আনসার আল ইসলামের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২৯ জুন) মধ্যরাতে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।

এদের একজনের নাম মিনহাজুল ইসলাম (২১) ও অপরজন আব্দুল কাদের সালমান। তারা আনসার আল ইসলাম নামে একটি সংগঠনের সঙ্গে জড়িত।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতেও অভিযান চালিয়ে উপজেলার নারিকেল বাড়ি গ্রাম থেকে মিনহাজুল ইসলামকে ও উলিপুর থেকে আব্দুল কাদের সালমানকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে আনসার আল ইসলাম নামক সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

র‌্যাব-১৩ এর মিডিয়া কর্মকর্তা মাহমুদ দুই যুবককে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

মো. মাসুদ রানা/আরএইচ/জেআইএম