দেশজুড়ে

গাজীপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

গাজীপুরের ধর্ষণ মামলার এক আসামিকে শ্রীপুরের ইন্দ্রপুর থেকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে র‍্যাব। তার নাম মো. নাজমুল হাসান (৩০)। তিনি উপজেলার ইন্দ্রপুর এলাকার আব্দুল করিমের ছেলে।

র‍্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, ওই আসামি ইদ্রপুর এলাকায় পালিয়ে থাকার গোপন সূত্রে খবর পেয়ে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব। শনিবার তাকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, ২৭ জুন রাতে সাগর নামে এক ব্যক্তিসহ তিনজন ধর্ষণ করেন বলে অভিযোগ করেন পোশাক শ্রমিক ওই তরুণী। এ ব্যাপারে ভিক্টিম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করলে প্রধান আসামি পরিবহন শ্রমিক সাগর শেখকে গ্রেফতার করে পুলিশ। এখন গ্রেফতার হলেন নাজমুল। এতদিন তিনি পলাতক ছিলেন।

আমিনুল ইসলাম/জেডএইচ/এমকেএইচ