দেশজুড়ে

সিগারেটের প্যাকেটের সঙ্গে বেরিয়ে এল ইয়াবা, যুবকের ৩ মাসের জেল

ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউনে মোটরসাইকেল নিয়ে বের হওয়া এক যুবকের প্যান্টের পকেট তল্লাশি করে ইয়াবা পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। পাশাপাশি জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেন আদালত।

রোববার (৪ জুলাই) দুপুর ১টার দিকে জেলা শহরের কাউতুলী মোড়ে ভ্রাম্যমাণ আদালত তাকে এই সাজা দেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সন্দীপ তালুকদার।

দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম এনামুল হক (২৬)। তিনি পৌর এলাকার কাউতুলী দক্ষিণপাড়ার কালন মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, লকডাউন কার্যকরে রোববার সকাল থেকে দায়িত্ব পালন করছিলেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরের দিকে শহরের কাউতুলী মোড়ে একটি মোটরসাইকেল আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে মোটরসাইকেল আরোহীর প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেটের সঙ্গে ইয়াবা সেবন করার একটি পাইপ বের হয়ে আসে। তা দেখে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা ওই যুবকের প্যান্টের পকেট আবার তল্লাশি করেন। এসময় পকেট থেকে এক পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দীপ তালুকদার জানান, বিকেল ৩টার দিকে ওই যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জিকেএস