ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা থেকে ঝাঁপ দিয়ে মো. শ্রাবণ (১৫) নামের এক শিক্ষার্থী মারা গেছেন। রোববার (৪ জুলাই) বিকেলে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শ্রাবণ জেলা শহরের পশ্চিম পাইকপাড়া ব্যাংক কলোনি এলাকার মো. রনি খানের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বন্ধুরা মিলে নৌকা নিয়ে ঘুরতে বের হয় মো. শ্রাবণ। নতুন পানি দেখে সবাই নৌকা থেকে নদীর পানিতে ঝাপ দেন। একপর্যায়ে শ্রাবণও বন্ধুদের সঙ্গে নদীর পানিতে দেয়। এক সময় শ্রাবণ পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়। তারা তাকে খুঁজে না পেয়ে স্থানীয় জেলেদের খবর দেয়। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাকে উদ্ধার করে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের লিডার আব্দুল কাদির বলেন, খবর পেয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম