দেশজুড়ে

সিরাজগঞ্জে ১৮৪ পিস চায়না জাল ধ্বংস

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাড়ে তিন লাখ টাকা মূল্যের ১৮৪ পিস চায়না জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ জুলাই) দুপুরে পৌরসভার সামনে থেকে জালগুলো জব্দ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী বলেন, দুপুরে ১৮৪ পিস চায়না জালসহ এনায়েতপুর উপজেলার হাজী দুলালের ছেলে মো. ইয়ামিমকে (২৬) আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার মো. মাসুদ হোসেন তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে জালগুলো পুড়িয়ে ধ্বংস করেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার মো. মাসুদ হোসেন বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/এমএস