কুড়িগ্রামে লকডাউনের পঞ্চম দিনে বিধিনিষেধ না মানায় ১১৭টি মামলায় ৬৬ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড ও সাতজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল এতথ্য জানান।
তিনি জানান, জেলায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বিভাগসহ আনসার সদস্যরা কাজ করছেন। এরমধ্যে যারা নিয়ম মানেননি এবং বিনা প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের শাস্তির আওতায় আনা হয়েছে।
মাসুদ রানা/এসআর/এমএস