দেশজুড়ে

নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে আব্দুর রশিদ (৪৫) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ জুলাই) বিকেলে চন্দনগাতী বাঁশতলা এলাকার ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুর রশিদ চন্দনগাঁতী গ্রামের মৃত রহিম প্রামানিকে ছেলে।

বেলকুচি পৌরসভার ওয়ার্ড কমিশনার ফজলু প্রামানিক জানান, গত ৭ জুলাই সকাল থেকে নিঁখোজ ছিলেন তিনি।পরিবারের পক্ষ থেকে বেলকুচি থানায় সাধারণ ডাইরিও করা হয়। শনিবার বিকেলে স্থানীয়রা রাস্তার পাশের ডোবায় মরদেহ দেখতে পায়। বিষয়টি থানায় জানালে পুলিশ উদ্ধার করে।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, রশিদ মানসিক ও মৃগীসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। হঠাৎ করে সে ডোবায় পড়ে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএইচ/এএসএম