দেশজুড়ে

শেরপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু

বগুড়ার শেরপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে মোছা. জিমি খাতুন (১২) ও সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বেলতলা সুমন মিয়ার মেয়ে মোছা. মিম আক্তার (১৩)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন। এছাড়া দুইজনই স্থানীয় ভীমজানি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, মিমের বাবা-মা ঢাকায় গামেন্টেস্ চাকরি করেন। তাই ভাটরা গ্রামস্থ নানা সুমন আলীর বাড়িতে থেকে পড়াশোনা করছে। ঘটনার দিন বেলা এগারোটার দিকে ওই দুই স্কুলছাত্রী অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সাঁতার না জানা জিমি খাতুন পানিতে ডুবে যায়। তাকে উদ্ধারে এগিয়ে যায় ফুফাতো বোন মিম আক্তার। সেও পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। এসময় অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করেন।

শেরপুর থানার অফিসার ইসচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেয়া করা হবে।

আরএইচ/এমকেএইচ