বগুড়া শাজাহানপুরের আড়িয়াবাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের কালভার্ট ব্রিজের মুখ বন্ধ করে দেয়ায় জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন গ্রামবাসী। এতে যাতায়াতে বিঘ্ন ঘটার পাশাপাশি হুমকির মুখে পড়েছে জমির ফসল ও মাটির ঘরবাড়ি।
এমতাবস্থায় জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পেতে ব্রিজের মুখ খুলে দেয়ার পাশাপাশি স্থায়ীভাবে কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকার শতাধিক নারী-পুরুষ।
রোববার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়িয়াবাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে স্বাস্থ্যবিধি মেনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, আড়িয়াবাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের তিনটি কালভার্ট দিয়ে কাঁটাবাড়িয়া গ্রামের তিনটি এলাকার ও আবাদি জমির পানি নিষ্কাশন হতো। কিন্তু মহাসড়কের উন্নয়ন কাজের জন্য ওই তিনটি ব্রিজের মুখ বন্ধ করে দেয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে রাস্তাঘাট যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। মাটির ঘরবাড়ি ধসে পড়ার উপক্রম হয়েছে। মাঠের ফসল হুমকির মুখে পড়েছে। এমতাবস্থায় দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেতে দ্রুত ব্রিজের মুখ খুলে দেয়ার পাশাপাশি স্থায়ীভাবে কালভার্ট নির্মাণের দাবি জানান তারা।
এশিয়ান ডিভলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রকল্প ব্যবস্থাপক হামিদুল হক জানান, সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কালভার্ট ব্রিজের প্রয়োজন হলে জনস্বার্থে প্রকল্প থেকে তার ব্যবস্থা করা হবে।
এসএমএম/জেআইএম