দেশজুড়ে

কোম্পানীগঞ্জে ফের সংঘর্ষ, বোমাসহ আটক ১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে। এতে কাদের মির্জার এক অনুসারী আহত এবং প্রতিপক্ষের একজনকে পাঁচটি চকলেট বোমাসহ পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৪ জুলাই) রাত পৌনে ৮টায় উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজারের দরবার শরীফ এলাকায় এই ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত মো. রনি (৩৫) স্থানীয় আওয়ামী লীগ নেতা আনিছুল হকের ছেলে এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী।

পরে ওই স্থান থেকে মাহমুদুল হক জুয়েল (২১) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার প্যান্টের পকেট থেকে পাঁচটি চকলেট বোমা উদ্ধার করেছে পুলিশ।

তিনি চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এমদাদুল হকের ছেলে এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী।

বুধবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টায় বোমাসহ আটকের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার।

তিনি বলেন, ‌‘এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া নেয়া হচ্ছে। মামলা রুজু করে আটক ব্যক্তিকে ওই মামলায় গ্রেফতার দেখানো হবে।’ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

এদিকে বুধবার সন্ধ্যার পর থেকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনে ও উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জুর কেজিস্কুল রোডের বাসার পাশে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়াও পৌরসভাসহ আশপাশের ইউনিয়নে থেমে থেকে ককটেলের আওয়াজ শোনা যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছে।

ইকবাল হোসেন মজনু/এআরএ