দেশজুড়ে

টাঙ্গাইলে আজ ঈদ উদযাপন করলো ৪০ পরিবার

টাঙ্গাইলের একটি গ্রামের ৪০টি পরিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে।

মঙ্গলবার (২০ জুলাই) জেলার দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের শশীনাড়া গ্রামের ৪০টি পরিবার ঈদ উদযাপন করে।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল ৮টায় স্থানীয় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে গ্রামের দুই শতাধিক মুসল্লি ঈদের নামাজে অংশ নেন। সরকারি নির্দেশনা মেনে ঈদের নামাজ মসজিদে আদায় করলেও কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি মুসল্লিদের। নামাজে স্থানীয়রা ছাড়াও বিভিন্ন জেলা থেকে আসা মুসুল্লিরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে পশু কোরবানি করা হয়।

ওই গ্রামে ঈদ উদযাপনের বিষয়টি নিশ্চিত করেছেন লাউহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম খান ফিরোজ।

তিনি জানান, ২০১২ সাল থেকে ইউনিয়নের দাড়িয়াপুর এলাকার শশীনাড়া গ্রামের ৪০টি পরিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছে।

আরিফ উর রহমান টগর/এমআরআর/এমএস