দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০ অসহায়ের মাঝে ৩০ মণ মাংস বিতরণ

অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ‘আশ্রয়ণ বিদ্যাপীঠ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ঈদের দিন বুধবার (২১ জুলাই) বিকেলে সরকারি হাজি আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের মাঠে ৬০০ জনের মাঝে ১২০০ কেজি মাংস বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি থেকে এসব বিতরণ করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মাহমুদুল হোসেন খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরবিন্দ বিশ্বাস।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আশুগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন, আশ্রয়ণ বিদ্যাপিঠের উপদেষ্টা ইসহাক সুমন, এটেক্সা সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি আক্তারুজ্জামান ইকবাল ও ওয়াছি উদ্দিন নাসিম, অর্থ সম্পাদক সৈয়দ আমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আশ্রয় বিদ্যাপীঠের উদ্যোক্তা ইশতিয়াক আশিক বলেন, ‘এবার নিয়ে পাঁচবছর ঈদে মাংস বিতরণ করেছি আমরা। আমাদের সদস্যরা বিভিন্ন এলাকা থেকে কোরবানির মাংস সংগ্রহ করেন। এছাড়াও এইবার প্রথম সংগঠনের সদস্যরা একটি গরু কোরবানি দিয়েছি। সব মিলিয়ে ১২০০ কেজি মাংস এ বছর বিতরণ করা হলো।’

২০১৭ সালের মে মাস থেকে সুবিধাবঞ্চিত শিশুদের এগিয়ে নিতে আশ্রয়ণ বিদ্যাপীঠ সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠা করে আশুগঞ্জের শতাধিক তরুণ। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের সদস্যরা বিনামূল্যে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান চালিয়ে যাচ্ছে। বর্তমানে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির ১১০জন ছাত্রকে শিক্ষাদান করছে এই সংগঠনটি।

এছাড়াও সংগঠনটি প্রতি ঈদে শিশুদের নতুন জামা-কাপড় ও রক্তদান কর্মসূচিসহ নানা সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/এমএস