দিনাজপুরের ফুলবাড়ীতে কীটনাশক ছিটাতে গিয়ে বিষক্রিয়ায় মকলেছার রহমান (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পৌর এলাকার স্বজনপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক মকলেছার স্বজনপুকুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
তার বড় ভাই নুরুল ইসলাম বলেন, ‘মকলেছার রহমান জমিতে কীটনাশক ছিটাতে যায়। এ সময় সে মুখে কাপড় বাঁধেনি। খোলা মুখে কীটনাশক প্রবেশ করে বিষক্রিয়ায় সে ক্ষেতেই ঢলে পড়ে। খবর পেয়ে ক্ষেত থেকে মকলেছার রহমানকে ভ্যানে করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডাক্তার চামেলি বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে।’
এমদাদুল হক মিলন/এসজে/এমএস