দেশজুড়ে

রায়পুরে দাফনের ২৩ দিন পর বৃদ্ধের লাশ উত্তোলন

লক্ষ্মীপুরের রায়পুরে তড়িঘড়ি করে দাফনের ২৩ দিন পর বাদশা মিয়া নামের এক বৃদ্ধের লাশ উত্তোলন করা হয়েছে।

শনিবার (৩১ জুলাই) দুপুরে আদালতের নির্দেশে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেনের উপস্থিতিতে চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর গ্রামের কবর থেকে লাশ উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

অভিযোগ উঠেছে, বাদশা মিয়ার দুই ছেলে গোপনে জমি লিখে নিয়েছিল। ওই দলিল বাতিল চাওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ছেলেরা।

দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন বলেন, লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নতদন্ত শেষে লাশ ফের দাফন করা হবে।

এদিকে বাদশা মিয়া হত্যার ঘটনায় অভিযুক্ত দুই ছেলে মো. হাছানুজ্জামান ও মো. নুরুজ্জামান জেলা কারাগারে। গত ১৯ জুলাই সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (রায়পুর) আদালতে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন। এর আগে ১৬ জুলাই উত্তর রায়পুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

কাজল কায়েস/এএইচ/এএসএম