চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-মনাকষা সড়কের পাগলা নদীর ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলছে শত শত যানবাহন। ভারি যানবাহনের চাপে ব্রিজের কয়েকটি পাটাতন খুলে যায়। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
শুক্রবার (৬ আগস্ট) বিকেলে সরেজমিনে দেখা যায়, ব্রিজের বেশ কয়েকটি স্টিলের পাটাতন নির্দিষ্ট স্থান থেকে সরে গেছে। নাট-বল্টু ঢিলে হয়ে নড়বড় করছে গোটা ব্রিজ।
স্থানীয়রা জানান, এ ব্রিজ দিয়ে উপজেলার দুলর্ভপুর, বিনোদপুর, শ্যামপুরসহ আশপাশের ইউনিয়নের কয়েক লাখ মানুষ যাতায়াত করে। উপজেলার ৭-৮টি কলেজ ও ২০টির বেশি স্কুল-মাদরাসার শিক্ষার্থীরা এ ব্রিজ দিয়ে পারাপার হয়। ঝুঁকিপূর্ণ ব্রিজটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার না করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
এ সড়কে চলা কামাল উদ্দিন নামের এক মোটরসাইকেল চালক বলেন, আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষকে প্রয়োজনীয় কাজের জন্য জেলা শহরে যেতে হয়। অন্য কোনো বিকল্প রাস্তা না থাকায় জীবনের ঝুঁকি ব্রিজ পার হতে হয়। ভারি যানবাহন চলাচলের অনুমতি না থকলেও এ ব্রিজ দিয়ে বড় যানবাহন চলে।
স্থানীয় দুর্লভপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু জানান, ব্রিজটি মেরামত বা পুনরায় নির্মাণের বিষয়ে কিছুই জানায়নি সড়ক ও জনপদ বিভাগ। যখন পাটাতন ভেঙে পড়ে তখন শুধু মাত্র মেরামত করা হয়। দীর্ঘ মেয়াদী কোনো পরিকল্পনা নেয়া হয়না।
উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ জানান, ব্রিজটি আমরা ইতোমধ্যে পরিদর্শন করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন জানান, ব্রিজ সংলগ্ন এলাকার মাটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।
সোহান মাহমুদ/আরএইচ/এএসএম