টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণে গিয়ে জেনারেটরের পাখায় ওড়না পেঁচিয়ে মারিয়া আক্তার নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ আগস্ট) দুপুরে বংশাই নদীর উপজেলার আজগানা ইউনিয়নের পলাশতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মারিয়া আক্তার মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামের মেহেদী হাসান চান মিয়ার মেয়ে। সে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
স্থানীয়রা জানান, সকালে কয়েকটি পরিবারের সঙ্গে ইঞ্জিনচালিত নৌকাযোগে কালিয়াকৈর উপজেলার বরইবাড়ি এলাকার মকশ বিলে পিকনিকে যাচ্ছিল মারিয়া আক্তার। নৌকায় সাউন্ড বক্সে গান বাজিয়ে আনন্দ উল্লাস করতে করতে যাওয়ার সময় পথে জেনারেটরের পাখায় ওড়না পেঁচিয়ে ঘটনাস্থলে মারা যায় মারিয়া আক্তার।
স্থানীয় দেওভোগ গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মো. আক্তার হোসেন বলেন, ইঞ্জিনচালিত নৌকাযোগে পিকনিকে যাওয়ার সময় জেনারেটরের পাখায় ওড়না পেঁচিয়ে মারিয়া আক্তারের মৃত্যু হয়।
এস এম এরশাদ/আরএইচ/এএসএম