দেশজুড়ে

ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম মারা গেছেন

ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বিকম (৮১) মারা গেছেন।

শুক্রবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শহরের দাউদপুর ব্রিজ সংলগ্ন নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

তার ব্যক্তিগত সহকারী রাজীব কর্মকার জানান, বৃহস্পতিবার হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে ফেনী হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার শারীরিক অবস্থা স্বাভাবিক হলে চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতাল থেকে বাড়িতে চলে আসেন। জুমার নামাজের প্রস্তুতিকালে পুনরায় শ্বাসকষ্ট শুরু হলে তাকে অক্সিজেন দেয়া হয়। একপর্যায়ে দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।

আবদুর রহমান বিকমের বড় ছেলে মোস্তাফিজুর রহমান সুমন বলেন, শনিবার বেলা ১১ শহরের মিজান ময়দানে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আবদুর রহমান বিকম ফেনী সদর উপজেলা পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। ফেনী বড় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সংস্থার দায়িত্বে ছিলেন। এর আগে দীর্ঘসময় তিনি ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

তার মৃত্যুতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন।

নুর উল্লাহ কায়সার/আরএইচ/এএসএম