লক্ষ্মীপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য মুদি দোকানে বিক্রির অভিযোগে ডিলারসহ তিনজনকে জরিমানা করা হয়েছে।
শনিবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে রায়পুর থানায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ডিলার মো. স্বপনের ৩০ হাজার ও দুই দোকানির ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় টিসিবির কাছে অভিযুক্ত ব্যক্তির ডিলার বাতিলের সুপারিশ করা হয়েছে। স্বপন জেলার রামগঞ্জ উপজেলার পানপাড়া বাজারের মেসার্স পাটোয়ারী স্টোরের সত্ত্বাধিকারী।
পুলিশ ও সংশ্লিষ্টরা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুরে কর্মরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কর্মকর্তারা শনিবার মীরগঞ্জ বাজারে আবুল কাশেম স্টোর, রায়হান ট্রেডার্স ও পানপাড়া বাজারে টিসিবির ডিলার পাটোয়ারী স্টোরে অভিযান চালায়। এসময় ১০০ কেজি মশুর ডাল ও ২০৮ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। আটক করা হয় ডিলার স্বপনকে। পরে তাকে (স্বপন) রায়পুর থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়।
লক্ষ্মীপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুর হোসাইন জানান, টিসিবির পণ্য অবৈধভাবে বিক্রির অভিযোগে ডিলার ও দুই দোকানির জরিমানা করা হয়। দোকানীদের সতর্ক ও পাটোয়ারী স্টোরের ডিলার বাতিলের সুপারিশ করা হয়েছে।
এ ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তারা এসে জরিমানা করেছেন। জব্দ পণ্যগুলো বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেয়া হবে।
কাজল কায়েস/আরএইচ/এমকেএইচ