হবিগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী মিলন মিয়াকে ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারাগারের জেলার জয়নাল আবেদীন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মিলন মিয়ার বিরুদ্ধে তদন্ত চলছে। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দোষী প্রমাণিত হলে চূড়ান্তভাবে তাকে বরখাস্ত করা হবে। কিছুদিন আগেই মিলন মিয়া হবিগঞ্জ জেলা কারাগারে কারারক্ষী হিসেবে যোগদান করেন। মিলন মিয়া সিলেটের শাহপরান থানার নীপবন আবাসিক এলাকার আবুল কালামের ছেলে।
উল্লেখ্য, রোববার (১৫ আগস্ট) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ও পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ কারারক্ষী মিলন মিয়া (২৮) ও তার দুই সহযোগী হৃদয় মিয়া (২১) এবং রুবেল মিয়া (২৪) আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ।
কামরুজ্জামান আল রিয়াদ/এএইচ/এমকেএইচ