দেশজুড়ে

জুমার নামাজ শেষে বাড়ি ফেরা হলো না শিশুর

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাসচাপায় হোসেন মিয়া (৬) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোল চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হোসেন মিয়া উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়ার কিরন মিয়ার ছেলে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, শিশুটির পরিবার আশুগঞ্জ সদরে ভাড়া বাসায় বসবাস করে। শুক্রবার দুপুরে জুমার নামাজ পড়তে মহাসড়ক পার হয়ে মসজিদে যায় শিশু হোসেন মিয়া। নামাজ শেষে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করে বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী সোহাগ পরিবহনের একটি বাস শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জেআইএম