দেশজুড়ে

পদ্মায় ধরা পড়লো ২২ কেজি ওজনের পাঙাশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ৩৩ হাজার টাকায় বিক্রি হয়েছে ২২ কেজি ওজনের একটি পাঙাশ।

শুক্রবার (২৭ আগস্ট) সকালে ঢাকার এক ব্যবসায়ী এক হাজার ৫০০ টাকা কেজি দরে মো. চান্দু মোল্লার কাছ থেকে মাছটি কিনে নেন।

এর আগে ভোরে পরাণ হালদার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মানদীতে জাল ফেললে বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য আড়তে নিয়ে আসলে উন্মুক্ত নিলামের মাধ‌্যমে এক হাজার ৪০০ টাকা কেজি দরে মাছটি মো. চান্দু মোল্লা কিনে নেন।

এ বিষয়ে ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, অনেকদিন পর নদীতে এত বড় পাঙাশ ধরা পড়ে। মাছটি কিনে নিয়ে পরে সামান্য লাভে বিক্রি করি।

রুবেলুর রহমান/আরএইচ/এমএস