মেরুদণ্ডের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন। একদিকে চিকিৎসার ব্যয় অন্যদিকে আয়-রোজগার কমে যাওয়ায় পরিবার নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই তার। এমন কঠিন সময়ে চিকিৎসার জন্য অর্থ সহযোগিতা নিয়ে এ আওয়ামী লীগ নেতার পাশে দাঁড়িয়েছেন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। গোলাম হোসেন নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও গুড়নই গ্রামের বাসিন্দা।
এমপি হেলালের পক্ষে গতকাল বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক ও ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম গোলাম হোসেনের বাড়ি গিয়ে তার হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।
এর আগে গত ১৬ আগস্ট গোলাম হোসেনের অসুস্থতার খবর পেয়ে বাড়ি গিয়ে তার সঙ্গে দেখা করে আসেন এমপি হেলাল।
আর্থিক সহযোগিতা পেয়ে উচ্ছ্বসিত গোলাম হোসেন জাগো নিউজকে বলেন, ‘দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের সমস্যা নিয়ে ভুগছি। চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছি। আয়-রোজগার কমায় সংসার চালানো নিয়েও খুবই চিন্তিত ছিলাম। এমপি মহোদয়ের সহযোগিতায় এখন চিকিৎসাটা চালিয়ে যেতে পারবো, ইনশাআল্লাহ।’
এ বিষয়ে এমপি হেলাল জাগো নিউজকে বলেন, ‘গোলাম হোসেনের অসুস্থতার খবর যখন পাই, তখন ঢাকায় ছিলাম। কিছুদিন আগে এলাকায় আসার পর তার বাড়ি গিয়ে শারীরিক এবং সাংসারিক অবস্থার খোঁজখবর নিই। তখনই তাকে সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেছিলাম। এ সহযোগিতা আমার একার পক্ষে নয়, মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা থেকে শিক্ষা নিয়ে গোলাম হোসেনকে এ সহযোগিতা করা। আমি তার সুস্থতা ও সফলতা কামনা করি।’
এমকেআর/জেআইএম